একসময় বাংলাদেশের তথ্য প্রযুক্তিপণ্য প্রধান রপ্তানি দ্রব্য তৈরি পোশাককেও ছাড়িয়ে যাবে বলে তিনি স্বপ্ন দেখছেন।
প্রধানমন্ত্রীপুত্র তরুণ এই তথ্য প্রযুক্তিবিদ শুক্রবার যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে শনিবার সকালে তথ্য প্রযুক্তি খাতের কয়েকশ’ কর্মী, উদ্যোক্তার সঙ্গে মতবিনিময় করেন।
গত পাঁচ বছরে বাংলাদেশের তথ্য প্রযুক্তি খাতের উন্নয়ন ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে কথা বলার এক পর্যায়ে তিনি বলেন, “আমিও চাই গুগল, ফেইসবুকের মতো প্রতিষ্ঠান বাংলাদেশ থেকে হোক। এক্ষেত্রে একটা সমস্যা হয় ফাইন্যান্সিং।
“আমেরিকাতে যখন একটা ইনোভেশন হয় তখন সেটার সহায়তা সরকার থেকে পাওয়া যায় না। বেসরকারি খাত থেকে সহায়তা করে।”
তথ্য প্রযুক্তি খাতে উদ্ভাবনে সরকারি ও বেসরকারি বিনিয়োগ বাড়ানোর জন্য বাংলাদেশেও চেষ্টা চলছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা জয় বলেন, “এটা হলে, আমার মনে হয় নেক্সট গুগল বা ফেইসবুক আমাদের দেশ থেকে হবে।”
তথ্য প্রযুক্তি বাণিজ্য বাড়ানোর জন্য ১০ কোটি ডলারের বিদেশি বিনিয়োগ আসছে বলে জানান তিনি। এছাড়া দেশের বেসরকারি বিনিয়োগও আকৃষ্টের চেষ্টা চলছে বলে তিনি জানান।
বাংলাদেশে বর্তমান প্রায় ৫ লাখ ফ্রিল্যান্স সফটওয়্যার ডেভেলপার রয়েছেন। এই সংখ্যা আরো বাড়ানো এবং ফ্রিল্যান্সারদের উদ্যোক্তা হিসেবে তৈরি করার জন্য সরকার ‘লার্নিং অ্যান্ড আর্নিং’ প্রকল্প বাস্তবায়ন করছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস