অত্যান্ত আনন্দের সাথে শেয়ার করতেছি যে সারা দেশের ন্যায় আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলায় আগামী ৩০-১২-২০১৫ ইং তারিখে ইউডিসির গৌরবময় ৫ম প্রতিষ্ঠা বার্ষির্কী পালন করা হবে , এতে এটুআইএর প্রতিনিধি মহোদয় , আমাদের জেলা প্রশাসক মহোদয়, এডিসি মহোদয়গন, উপজেলা নির্বার্হী কর্মকর্তা মহোদয় গন ও সহকারী কমিশনার মহোদয়গন উপস্থিত থেকে প্রতিষ্ঠা বার্ষির্কীকে আলোকিত করবেন এবং তাদের দিকনির্দেশনা বক্তব্যরে মাধ্যমে আমাদের অনুপ্রানিত করবেন যাতে আমরা সামনের একটি বৎসর আরো উৎসাহ ও উদ্দীপনার মাধ্যমে তৃর্নইমুলের মানুষের কাছে নতুন নতুন সেবা সংযু্ক্ত করে ইউডিসির গ্রহন যোগ্যতা আরো বাড়াতে পারি ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS