Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

তালশহর পূর্ব ইউপির ইতিহাস

তালশহর পূর্ব ইউপির ইতিহাস অত্যন্ত সম্মোজ্জল , স্বাধীনতার যুদ্ধে এই ইউনিয়ন পরিষদে সকল জনগনে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে জরিত ছিল , পাক হানাদারদের শক্ত ঘাটি আশুগঞ্জ ক্যাম্পে আক্রমন করার জন্য মুক্তিবাহিনী ও  মিত্র বাহিনী এই ইউনিয়নের মধ্য দিয়ে যাতায়াত করত এবং এখান থেকেই আক্রমন করত তখর মুক্তিবাহিনীকে এই এলাকার মানুষ যার সামথ্য অনুযায়ী সহোযগিতা করত: অত্র ইউপির মানুষ অত্যান্ত সাম্পদায়িক সম্পর্তিতে বসবাস করে যদিও এখানে ৯০% লোক মুসলমান ও ধর্মপরায়ন তথাপি এখানে কখনো কোন সংখ্যালুগু লোকদের সাথে জগড়া বিবাদ ও প্রতিহিংসার সৃষ্টি হয়নি বরং এখানে সংখ্যালুগু লোকদের আরো সহোযগিতা করা হয় এবং মিলেমিশে বসবাস করা হয় । এই ইউনিয়ন পরিষদের লোকজন খেলাধুলা ও সাংস্কৃতিতে অগ্রসর পাশ্ববর্তি ইউপি সুহিলপুর ইউপির উদ্দোগ্য প্রতি বছরেই একটি ফুটবল টুনার্মেন্ট আয়োজন করা হয় যাহাতে জেলার গুরত্বপূর্ণ দল গুলো অংশ গ্রহন করে ঐ টুনামেন্টের শতকরা ৮০% জয় ও পুরষ্কার অত্র ইউপির দলগুলো এনেছে। তাছাড়াও অত্র ইউপিতে ক্রিকেট , ফুটবল টুনামেন্ট এর আয়োজন করা হয় যাহাতে অন্যান্য ইউপির দলগুলো অংশ গ্রহনকরে ।

 

 

 

তথ্য সংগ্রহ ও আপলোড- বদরুল আলম মোজাম্মেল

০১৭২০৯৮৬৩৫১