Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ওয়েব পোর্টাল সম্পর্কে কিছু কথা

   তথ্য প্রযুক্তি বিহীন পৃথিবী এক  মিনিটের জন্যও কল্পনা করা যায় না। তথ্য প্রযুক্তির কল্যানে পুরো পৃথিবী এখন হাতের নাগালে । তথ্য প্রযুক্তির ছোয়ায় পুরো বিশ্বে একে অপেরর সাথে সেতু বন্ধনে আবদ্ধ। তথ্য প্রযুক্তির এই যুগে বর্তমান সরকার আমাদের এই দেশকে একটি পুর্নাঙ্গ ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন ।প্রতিটি সরকারী অফিসে তথ্য প্রযুক্তির মাধ্যমে ই-সাভিসের আওতায় আনা হয়েছে। এরেই ধারাবাহিকতায় ইউনিয়ন ওয়েব পোর্টাল তৈরি করা হয়েছে। পোট- হচ্ছে বন্দর যেখানে অনেক গুলো জাহাজ এসে একত্রিত হয় ঠিক তেমনেই ইউনিয়ন ওয়েব পোর্টাল  হচ্ছে যেখানে অনেক গুলো প্রয়োজনীয় তথ্য ও ওয়েব সাইটি গুলোকে একত্রিত রাখা।  তারেই ধারাবাহিকতায় বর্তমান  সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে অত্র ইউনিয়নের ছড়িয়ে ছিটিয়ে থাকা তথ্য –উপাত্ত ও জাতীয়  এবং  আন্তর্জাতিক তথ্য উপাত্তগুলো  ও প্রয়োজনীয় ওয়েব সাইট কে  একই সুত্রে আবদ্ধ করে একটি কার্যকর তথ্য ভান্ডার ই-সেন্টার গড়ে তোলার সুমহান ব্রত নিয়ে ৭ নং তালশহর (পূর্ব) ইউনিয়ন তথ্য বাতায়ন খোলা হয়েছে।

এই সাইটি ব্রাউজিং কারী সম্মানিত উদ্ধর্তন মহোদয় গন এবং অত্রইউনিয়ন পরিষদের সচেতন জনসাধারণ কে বিনীত ভাবে অনুরোধ করা যাচ্ছে যে সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে কিভাবে সাইট টি কে একটি তথ্যসম্মৃদ্ধি নির্ভর সাইট করা যায় সে ব্যপারে মতামত , পরার্মশ , তথ্য উপাত্ত দিয়ে সাহায্য করার জন্য বিনীত ভাবে অনুরোধ করা যাচ্ছে। ধন্যবাদান্তে

মো: জায়েদুল কবির কালাম

চেয়ারম্যান

তালশহর (পূর্ব) ইউনিয়ন পরিষদ

মোবাইল 01711078272

আপনার মতামত পাঠাতে লগইন করুন :-http://talsahar.brahmanbaria.gov.bd/

অথবা ই-মেইল করুন :- badrul.mit@gmail.com

মোবাইল করুল :-01720986351  01199161713

বদরুল আলম মোজাম্মেল