Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
ডিজিটাল সন্তানের ডিজিটাল মা মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা ।
Details

বদরুল আলম মোজাম্মেল: গত ১১ নভেম্বর’১৪ ইং তারিখে অনুষ্ঠিত হওয়া সফল উদ্দোক্তা সম্মেলনে আমরা ডিজিটাল সন্তানেরা অনেক পেয়েছি সবচেয়ে বড় পাওয়া হল আমরা একজন মা পেয়েছি …. খুবই আবেগাক্রান্ত হয়ে বলতে হয় এমন এক সময় এমন এক মমতায়ী মা পেলাম, যিনি ডিজিটাল বাংলাদেশ এর রুপকার । উনার সদুর প্রসারী চিন্তা ও বাস্তমুখী পদক্ষেপে ও সজিব ওয়াজেদ জয় স্যার এর দিকনির্দেশনায় জুনাইদ আহমেদ পলক স্যার সহ সকল তথ্য প্রযুক্তিমনা স্যার তত্ববধাধনে আমাদের মতো হাজার উদ্দোক্তা ভাইদের পরিশ্রমে আজ ডিজিটাল বাংলাদেশ বাস্তবে পরিনিত হয়েছে । আজ হতে ৫/৬ বছর আগে ডিজিটাল শব্দের সাথে মানুষ পরিচিত ছিল না । আমার মনে আছে আমি যখন ২০১১ইং সালে ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রে কাজ করি । তখন প্রচারের জন্য মাইকিংএ ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রের সেবা গুলো সেবা সম্পর্কে জানায় তারমধ্যে একটি ছিল সেবা ছিলে যে, ইন্টারনেট এর মাধ্যমে সকল প্রকার আবেদন ও ই-মেইল করা । তু পরের দিন অনেকে এসে বলল কিরে ইন্টারনেট কি ? ই-মেইল কি? । আর আজ গ্রামের একজন প্রবাসী ভাইয়ের বউ এসে আমাকে বলে যে, হঠাৎ আমার Skype id দিয়ে লগইন করতে পারতেছিনা , তু তুমার ভাই বলল তুমার কাছে আসতে এবং কি সমস্যা হয়েছে তা তুমি দেখতে। আর গ্রামের অশিক্ষিত বৃদ্ধ লোকটি তু না বললেই নয় সে এসে বলে যে, তাহার ছেলের জন্মনিবন্ধ অনলাইনে করার জন্য ,আর ভিডিওতে কথা বলে প্রবাসে থাকার ছেলের সাথে , বা জমির পরচা তুলার জন্য এমন অসংখ্য তথ্য-প্রযুক্তির সেবা নিতে। তথ্য -প্রযুক্তি মানুষের কাছে এভাবেই পৌছে গেছে যে, যে আমদের ভাবনা চেয়েও বেশী ।আমি Facebook এর আইডি করেছিলাম অনেক দিন আগে । তারপর আর বেশী ব্যবহার করতাম না কারন, পরিচিত তেমন Friends ছিল না । তু একদিন এক ছোট ভাই আমাকে বলে যে, আপনি কি নামে Facebook এর আইডি খুলছেন ? তু আমি হতবাক হয়ে বললাম তুমি Facebook ব্যবহার করেন । এখন দেখি face book এত পরিচিত মুখ যে বলা বাখল্য এমনকি এমনো লোক আছে যে ৫ম শ্রেণী পর্যন্ত পড়াশুনা করছে না, সেও ভাল কমেন্ট করতে পারে বা আপেলোড করতে পারে । আর এসবের একমাত্র অবদান ডিজিটাল বাংলাদেশ এর রুপকার জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার …………… তাই উনার মতো একজন ডিজিটাল মাকে আমাদের মতো ডিজিটাল সন্তানেরা পাওয়া এর ছেয়ে বেশী আর কি হতে পারে । যে জায়গায় আমাদের অস্থিত নিয়ে প্রশ্ন ছিলো ? যদি জিজ্ঞাসা করতো তুমি কি করো তাহলে বলতে পারতাম না যে আমি তথ্য সেবা তে উদ্দোক্তা হিসাবে সেবা প্রদান করি । কারন আমাদের কোন ভিত্তি ছিল না …………………………….তাই অন্তরের অন্তস্থল থেকে ডিজিটাল মা আপনাকে জানায় অসংখ্য ধন্যবাদ , আপনী চিরজীবি হউন আপনার পাশে আপনার ডিজিটাল সন্তানেরা সবসময় পাশে থাকবে ।

 

..............বদরুল আলম মোজাম্মেল............

ডিজিটাল সন্তান

তালশহর পূর্ব ইউনিয়ন পরিষদ

ব্রাহ্মণবাড়িয়া সদর, ব্রাহ্মণবাড়িয়া

০১৭২০৯৮৬৩৫১

 উল্লেখ্য যে আমাদের এই লেখাটি http://digitalpolli.org/?p=307 এ প্রকাাশিত হয়েছে

 

Attachments
Image
Publish Date
15/07/2018
Archieve Date
14/08/2018