Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে তালশহর (পূর্ব) ইউপি
  1.                         নদীমাতৃক এই বাংলার বিখ্যাত নদী তিতাস পাড়ের সম্মৃদ্ধ জনপদ ব্রাহ্মণবাড়িয়া উপজেলা । দেশের সর্ববৃহৎ গ্যাস এই উপজেলায় মজুদ আছে । ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ঐতিহ্যবাহী অঞ্চল হলো তালশহর (পূর্ব) ইউনিয়ন , দীর্ঘকাল হতে অদ্যবধি তালশহর পূর্ব ইউনিয়ন শিক্ষা, সাংস্কৃতিক ,ধর্মীয় অনুষ্ঠান, ভ্রাতৃতবোধ , খেলাধুলা সহ, বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজা সমোজ্জল,তালশহর (পূর্ব) ইউনিয়ন টি জেলা শহর হতে ৭ কি:মি: উত্তর ও পশ্চিমে অবস্থিত । এই ইউনিয়নের পূর্ব তালশহর পশ্চিমে আশুগঞ্জ উপজেলার তালশহর (পশ্চিম) ইউনিয়ন , দক্ষিনে – নাটাই ইউনিয়ন, উত্তরে- বুধল ইউনিয়ন। তথ্য প্রযক্তির এই যুগে সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে অত্র ইউনিয়নের ছড়িয়ে ছিটিয়ে থাকা তথ্য ও উপাত্ত গুলোকে –একই সুত্রে আবদ্ধ করে একটি কার্যকর তথ্য ভান্ডার ই-সেন্টার গড়ে তোলার সুমহান ব্রত নিয়ে ৭ নং তালশহর (পূর্ব) ইউনিয়ন তথ্য বাতায়ন খোলা হচ্ছে।

  2.  

 

ক) ইউনিয়নের নাম :- ০৭ নং তালশহর (পূর্ব) ইউনিয়ণ পরিষদ।

 

খ) আয়তন – ১৪.৭০ (বর্গ কিঃ মিঃ)

গ) লোকসংখ্যা – ৩০২৮৮ জন (প্রায়) (২০১১ সালের আদম শুমারি অনুযায়ী)

ঘ) গ্রামের সংখ্যা –৭ টি।

ঙ) মৌজার সংখ্যা –৭ টি।

চ) হাট/বাজার সংখ্যা -৩ টি।

ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – সিএনজি/রিক্সা।

জ) শিক্ষার হার – ৪৯%। (২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)

    সরকারী প্রাথমিক বিদ্যালয়- ৩টি,

    বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়-৫টি,     

    উচ্চ বিদ্যালয়ঃ ১টি,

    মাদ্রাসা- ৫টি।

ঝ) দায়িত্বরত চেয়ারম্যান –জনাব মো: জায়েদুল কবির কালাম

ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- নাই।

ট) ঐতিহাসিক/পর্যটন স্থান – নাই।

ঠ) ইউপি ভবন স্থাপন কাল – ৩১-০৫-১৯৬৬ ইং।

ড) নব গঠিত পরিষদের বিবরণ –

                                    ১) শপথ গ্রহণের তারিখ – ৩১/০৭/২০১১ইং

                                    ২) প্রথম সভার তারিখ – ০৭/০৮/২০১১ ইং

                                   ৩) মেয়াদ উর্ত্তীনের তারিথ – ২৭/০৭/২০১৬ইং

ঢ) গ্রাম সমূহের নাম –

             অষ্টগ্রাম           তেলীনগর                  মোহনপুর

            পুথাই                ধানসার               চানপুর

           সোনাসার             জালালপুর

 

ণ) ইউনিয়ন পরিষদ জনবল –

               ১) নির্বাচিত পরিষদ সদস্য – ১৩ জন।

               ২) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন।

               ৩) তথ্য ও সেবা কেন্দ্র-১ জন

              ৪) ইউনিয়ন গ্রাম পুলিশ – ৯ জন।

তথ্য আপলোড :-বদরুল আলম মোজাম্মেল