Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

অনলাইন আবেদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিকে সহকারি শিক্ষক নিয়োগের জন্য দরখাস্ত আহ্বান করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

তৃতীয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি-৩) আওতায় তিন পার্বত্য জেলা ছাড়া (রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান) দেশের অন্য সব জেলার প্রার্থীদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্রনাথ রায় বাংলানিউজকে বলেন, এবারই প্রথম প্রার্থীরা অনলাইনে দরখাস্ত করার সুযোগ পাবে।

এ জন্য (http://dpe.teletalk.com.bd) এবং (www.dpe.gov.bd) ওয়েবসাইটে লগইন করে প্রদত্ত লিঙ্ক থেকে সংশ্লিষ্ট নির্দেশনা মোতাবেক অনলাইন আবেদনপত্র পূরণ ও ফি পরিশোধ করে নিবন্ধন করতে হবে। আবেদনকারীকে একটি ইউজার আইডি ও পাসওয়ার্ড দেওয়া হবে। এটি প্রার্থীকে সংরক্ষণ করতে হবে।

মন্ত্রণালয় সূত্র জানায়, এ পদে প্রায় সাড়ে সাত হাজার সহকারি শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

আগামী ৭ জুলাই সকাল সাড়ে ১০টা থেকে ২৮ জুলাই রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। প্রার্থীকে পরীক্ষার ফি বাবদ টেলিটক মোবাইল নম্বর থেকে এসএমএস করে ১৫০ টাকা পাঠাতে হবে।

শুধু ইউজার আইডিপ্রাপ্ত প্রার্থীরা এ সময় পরবর্তী ৭২ ঘণ্টা পর্যন্ত এসএমএসে ফি প্রদান করতে পারবেন। ফি প্রদানের পরই আবেদনটি চূড়ান্তভাবে গৃহীত হবে। পরবর্তীতে যোগ্য আবেদনকারীকে এসএমএসের মাধ্যমে আবেদনকারীদের লিখিত পরীক্ষার সময় সংক্রান্ত তথ্য জানানো হবে। প্রার্থীরা নির্দিষ্ট ওয়েবসাইটের লিঙ্ক ব্যবহার করে পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।

পুরুষ প্রার্থীদের ন্যূনতম উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আর নারী প্রার্থীদের ন্যূনতম মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে আবেদনের সময়সীমা ১৮ থেকে ৩০ বছর। তবে মুক্তিযোদ্ধার সন্তানের ক্ষেত্রে তা ৩২ বছর