অত্র ইউনিয়নের প্রায় ৩০% লোক প্রবাসে চাকরীরত আছেন, তাদের উপার্জিত অর্থ দেশে প্রেরণ করে তাদের পারিবার ও দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যপক ভূমিকা রাখছেন, অত্র ইউনিয়নে প্রচুর পরিমান শাকসবজি উৎপাদিত হয় বিশেষ করে অষ্টগ্রাম, মোহনপুর, চানপুর ও সোনাসারে প্রচুর পরিমানে শাকসবজি উৎপন্নহয় । অত্ রইউনিয়নে ধানের ফলন ও ভাল হয় । তালশহর পূর্ব ইউনিয়নে অনেক পুকুর রহিয়াছে যাহাতে বানিজ্যিক ভাবে মাছের চাষ করা হয়,পকুর ছাড়াও ধানের জমিতে ধান ও মাছ চাষ একসাথে চাষ করা হয় যাহা দ্বারা অত্ রইউনিয়নের মাছের চাহিদা পুরণ করে দেশের মাছের চাহিদার ঘাটতি পূরনে অবদান রাখছে। তথ্য আপলোড-বদরুলআলম মোজাম্মেল ইউআইএসসি----তালশহরপূর্ব
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS